Wednesday, July 25, 2012

শিক্ষামন্ত্রীর চিঠি নিয়ে কাদলেন হুমায়ুনের স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের চিঠি নিয়ে কাদলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীরাকাদলেন হুমায়ুনের চাচা আলতাবুর রহমান
বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হুমায়ূন আহমেদ ২০০৯ সালে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে আসার আমন্ত্রন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকেশিক্ষামন্ত্রীও সেই
আমন্ত্রন গ্রহন করে চিঠি দিয়েছিলেন। চিঠি পেয়ে হুমায়ূন আহমেদবিদ্যাপীঠের শিক্ষক- শিক্ষার্থীদের বলেছিলেন, শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে তিনি স্কুলে আসবেনসেই আসা আর হলো না
হুমায়ূন আহমেদের মৃত্যুতে স্কুল বন্ধ রেখে  শোক পালন শেষে বুধবার সকালে স্কুল খোলা হলে  সেই স্মৃতির কথা বলতে বলতে কাদছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, দশম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার, হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান
হুমায়ূন আহমেদ তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে ২০০৬ সালে স্থাপন করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রথমে ৬ষ্ঠ শ্রেনী থেকে শুরু করলেও পরে স্কুলটি ১০ম শ্রেনী পর্যন্ত উন্নীত হয়১৭জন শিক্ষক ও ২৫৭ জন শিক্ষার্থীর এই স্কুলটি ফলাফলও ভালো করছে
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বলেন, “হুমায়ূন স্যার স্কুলটি নিয়ে স্বপ্ন দেখতেন স্কুলটি হবে বহুমুখী এক সময় স্কুলটি কলেজে উন্নীত হবেসরকারী করন হবেএখানের শিক্ষার্থীরা হবে মেধাবী উপমহাদেশের মধ্যে স্কুলটি হবে মডেল হুমায়ূন আহমেদ তিন বছর আগে শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে নিজের গড়া স্কুলে আসতে চেয়েছিলেনশিক্ষামন্ত্রীকে আমন্ত্রন জানিয়ে চিঠি দিয়েছিলেনশিক্ষামন্ত্রীও আমন্ত্রন গ্রহন করে হুমায়ূন আহমেদকে চিঠির জবাব দিয়েছিলেন
২০০৯সালের ২৪মার্চ শিক্ষামন্ত্রী সুজনেষুসম্ভোধন করে হুমায়ূন আহমেদকে চিঠিতে লিখেছিলেন , চিঠিটা আমাকে খুবই আনন্দ এবং উসাহ দিয়েছেআমি সন্মানিতও হয়েছিআপনার লেখা সকলের মতো আমাকেও বিমোহিত করে, চিঠিও যে মন ছুয়ে যায় তা আগে এভাবে বুঝতে পারিনিআপনার আমন্ত্রন আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয়চিঠির শেষ অংশে মন্ত্রী লিখেছিলেন আপনার এবং ছোট ছোট ছেলে মেয়েদের সান্নিধ্য অনানুষ্ঠানিকভাবে অধিকতর উপভোগ্য
হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান বলেন, “শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী আশায় বুক বাঁধছেন , শিক্ষামন্ত্রী স্কুলে আসবেন, স্কুলটি সরকারী হবে সেই সাথে স্বপ্ন পূরন হবে হুমায়ূন আহমেদের                              

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment