
পরে অডিটরিয়াম প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র¨vলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে
গিয়ে শেষ হয়। র¨vলীতে
নেতৃত্বে দেন আদিবাসী উদযাপন কমিটির সভাপতি মতিলাল হাজং, সাধারন সম্পাদক বিজয় তজু ,বাংলাদেশ গারো ছাত্র সংগঠন দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি পিন্টু দিও।
নেতৃত্বে দেন আদিবাসী উদযাপন কমিটির সভাপতি মতিলাল হাজং, সাধারন সম্পাদক বিজয় তজু ,বাংলাদেশ গারো ছাত্র সংগঠন দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি পিন্টু দিও।
র¨vলী শেষে অডিটরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত
হয়। এসব অনষ্ঠানে ট্রাইবাল ওয়েরফেয়ার এসোসিয়েশন,
হাজং মাতা রাশিমনি কল্যান সংস্থা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা
অংশ নেন।
No comments:
Post a Comment