শনিবার সকাল ১০ টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের ভাটলারা গ্রাম
ও পার্শ্ববর্তী গড়াডোবা ইউনিয়নের চন্দলারা গ্রামে পাগলা শেয়ালের কামড়ে ২ নারীসহ ৪ জন
আহত হয়েছেন।
আহতরা হলেন,
ভাটলারা গ্রামের ইসলাম উদ্দিন (৬০), রেজিয়া খাতুন (৫০), মমতাজ (৩২),
চন্দলারা গ্রামের সোহাগ (২২)।
ভাটলারা গ্রামের সাবেক ইউপি সদস্য মো: ওয়াসিদুল ইসলাম ওয়াসিম বলেন, সকালে পাগলা শেয়ালে ৫ জনকে কামড়িয়েছে। আহত
রেজিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাড়িতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
রেজিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাড়িতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
চন্দলারা গ্রামের রশিদ খাঁ বলেন, সোহাগ সকালে হাওড়ে ঘাস কাটতে গেলে একটি পাগলা শেয়াল তাকে কামড়ায়। এ সময় সোহাগের হাতে থাকা ঘাস কাটার দা দিয়ে কোপালে শিয়ালটি মারা যায়।
প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসকরা জানান, জলাতংক রোগে আক্রান্ত হলে শিয়াল খেপাটে প্রকৃতির হয়ে উঠে। এ সময় মানুষসহ যে কোন প্রাণীকে পেলেই কামড়ায়। অনেক সময় আক্রান্ত শিয়াল থেকে অন্য শিয়ালও আক্রান্ত হয়। শিয়াল জলাতংক রোগে আক্রান্ত হওয়ার পর কিছু খেতে পারে না। এ কারনে আক্রান্ত শিয়াল ১০/১২ দিনের মধ্যে মারা যায়।
No comments:
Post a Comment