রোজার মাসে নেত্রকোণায় দিনমজুরদের প্রতিদিন কাজ না থাকায় তাদের হাতে টাকা নেই। সামনে ঈদ । পরিবার পরিজন নিয়ে এই ঈদ উৎসব উদযাপনের
কোন প্রস্তুতিই নিতে পারছেন না বলে জানান দিনমজুরেরা।
নেত্রকোনা পৌরশহরের মালনী এলাকার আমেনা বেগম জানান, প্রতিদিন ১০০
টাকা মজুরীতে কাজ করেন একটি চাউল কলে। যে দিন বৃষ্টি থাকে
সে দিন কাজ জুটে না। তিনি জানান, কাজ করে যে টাকা পান এই টাকা দিয়ে প্রতিদিনকার সংসার চালানো সম্ভব হচ্ছে না। ছেলে মেয়েদের জন্যে ঈদের জামা কাপড় কিনতে পারছেন না। ইসলামপুর গ্রামের নারী শ্রমিক জুহুরা খাতুন ও বিলকিস আক্তার। তারাও
চাউল কলে কাজ করেন দিনমজুরীতে। জুহুরা , বিলকিসও আমেনার মতো একই অবস্থার কথা জানালেন। নেত্রকোণা জেলা শহরের তেরী বাজার মোড়ে মজুর হাটে আসা দিনমজুর নূর ইসলাম জানান, রোজা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন কাজ পাচ্ছেন না। রোজ কাজ করলে ১৫০ থেকে ২০০ টাকা পান। ৪ জনের সংসার তার । হাতে টাকা না থাকায় ঈদের জন্য কিছুই কিনতে পারছেন না । ঈদ যে কি ভাবে করবেন তা নিয়ে তিনি দুঃশ্চিন্তায় পড়েছেন। একই হাটে আসা নির্মান শ্রমিক ছুবহান জানালেন তারও অবস্থা একই রকম।
বেসরকারি জরিপ মতে, নেত্রকোণা ৪শতাধিক
চাউলকলে দিনমজুরীতে কাজ করেন প্রায় ২০ হাজার নারী শ্রমিক। জেলায় দৈনিক মজুরীর ভিত্তিতে নির্মান , কৃষিসহ বিভিন্ন ধরনের দিনমুজর রয়েছেন এক লাখেরও বেশি। আমেনা, জহুরা, বিলকিস, নূর ইসলাম, ছুবহানই শুধু নন। তারা
জানান, তাদের মতোই সামনের ঈদ নিয়ে
দিন মজুরদের সবার একই অবস্থা । তারা দাবি জানিয়েছেন, আনন্দের সাথে দিন মজুরদের ঈদ উদযাপনে সরকার
ও বিত্তশালীরা যেন এগিয়ে আসেন।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment