বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা শহরের মোক্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে
হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রীকে আটক করেছে নেত্রকোণা জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাদক ব্যবসায়ী আজিজুল
বারী চৌধুরী নাদিম (৩৬) ও তার স্ত্রী মোছা: তামান্না চৌধুরী (২৮) ।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম কাউসার জানান, গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে মোক্তারপাড়া
এলাকায় মাদক ব্যবসায়ী নাদিমের বাসায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও নাদিম, তার স্ত্রী তামান্নাকে আটক করা হয়।
এলাকায় মাদক ব্যবসায়ী নাদিমের বাসায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও নাদিম, তার স্ত্রী তামান্নাকে আটক করা হয়।
রাত ৯ টায় ডিবির ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment