গত ৯ আগষ্ট সন্ধ্যা
টায় সাতপাইস্থ কুন্তল বিশ্বাসের বাসভবনে বাতি ঘরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। সভার শুরুতে কুন্তল বিশ্বাসের প্রিয় গান আগুনের পরশ মনি ... গানটি
অচিন্ত্য কুমার টুটু পরিবেশনের মধ্যে দিয়ে সভার স্মৃতিচারণ
অনুষ্ঠান
শুরু হয়।
এতে প্রধান আলোচক
হিসাবে উপস্থিত ছিলেন দেশবরেন্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। বাতিঘরের সভাপতি সঞ্জয়
সরকারের সভাপতিত্বে সঞ্চালনের দায়িত্ব পালন করেন মো: আলমগীর।
আলোচনা করেন বিমল
বিশ্বাস, অধ্যাপক মোস্তফা কামাল,
লোকজ গবেষক গোলাম এরশাদুর রহমার, ব্রজ গোপাল সরকার, অধ্যাপক বিধান মিত্র, মোস্তাফিজুর
রহমান, অধ্যাপিকা পুরবী সম্মানিত, আবুল কাইয়ুম আহম্মদ, ছাত্র ইউনিয়ন নেতা আওলাদ
হোসেন রনি প্রমুখ।
প্রতিবেদন : আবুল কাইয়ুম আহাম্মদ
No comments:
Post a Comment