Saturday, August 18, 2012

মঙ্গলব্রতী মানুষ অধ্যাপক যতীন সরকারের জন্মদিন পালিত

প্রাবন্ধিক যতীন সরকারের ৭৭তম জন্মদিন আজ শনিবার লেখকের বাসভবন বানপ্রস্থে সাংগঠনিকভাবে পালিত হয়েছে
আজ শনিবার বিকালে যতীন সরকারের ৭৭ তম জন্মদিন উদযাপন কমিটি নেত্রকোনা শহরের সাতপাই এলাকার যতীন সরকারের বাসভবন বানপ্রস্থে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেবিকাল সাড়ে ৫টায় লেখককে পুষ্প বর্ষনের মাধ্যমে বরণ করার পর কেক কাটা হয়এসময় যতীন সরকারকে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নেত্রকোনা পৌর মেয়র  প্রশান্ত কুমার রায়, জেলা সিপিবি, জেলা উদীচীসহ বিভিন্ন
সামজিক সাংস্কৃতিক সংগঠন, কবি সাহিত্যিকরা  ফুলেল শুভেচ্ছা জানানপরে জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক স্বপন পালের সভাপতিত্বে যতীন সরকারের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা 
আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক আলী আহাম্মদ খান আইয়োব, উদযাপন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরাশেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়   
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম চন্দ পাড়ায় ১৯৩৬ সালের ১৮ আগষ্ট এক দরিদ্র পরিবারে জন্ম যতীন সরকারেরপরিবারটিতে অভাব-অনটন  থাকলেও গ্রামীন সম্ভ্রান্ত শিতি  পরিবার হওয়ায় শৈশবেই শিখেছিলেন সংস্কৃত সাহিত্যের পাঠশিক্ষাব্রতী ঠাকুরদা রাম দয়াল সরকারের কাছ থেকে নিয়েছেন রামায়ন, মহাভারত ,বিকেকান্দের জীবনী , রাম কৃষ্ণের কথা মৃত পাঠআর্থিক দূরাবস্থার কারনে শিক্ষা জীবনকে টেনে নিতে  টিউশন , শিকতা থেকে শুরু করে পান সিগারেটের দোকানদারী তিনি করেছেনএভাবেই ১৯৫৪ সালে মেট্রিকুলেশন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেনপরে তিনি ১৯৬৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেনবর্তমানে তিনি সহধর্মীনি কাননবালা সরকার সহ নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় বান প্রস্থ বাসভবনে বসবাস করছেন

সাহিত্যের কাছে প্রত্যাশা,পাকিস্থানের জন্ম -মৃত্যু দর্শন , মানবধর্ম ও সমাজ বিপ্লব ,নিয়তীবাদ ও বিজ্ঞান চেতনাসহ ৩০টি বই তার প্রকাশিত হয়েছেএছাড়াও তার সম্পাদিত গ্রন্থ রয়েছে বেশ কযৈকটিতিনি স্বাধীনতা পুরষ্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার,ড.এনামুল হক স্বর্ণ পদক, খালেকদাদ সাহিত্য পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার, সম্মাননা পেয়েছেন

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment