Monday, July 30, 2012

নেত্রকোণার কেন্দুয়ায় টমটম চাপায় বৃদ্ধের মৃত্যু চালক আটক


নেত্রকোণা-কেন্দুয়া সড়কের শেওড়া মোড় এলাকায় সোমবার বিকালে টমটম চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন নিহত ব্যক্তি হচ্ছেন,  কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের  আব্দুল মালেক (৭৫)
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ জানান,  বাড়ি থেকে  টমটম যোগে কেন্দুয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন মালেক
বেলা ৫টার দিকে টমটমটি শেওড়া মোড়ে পৌঁছলে পেছন থেকে আরেকটি টমটম  জোরে ধাক্কা দেয় ধাক্কা লেগে  টমটমে বসে থাকা
বৃদ্ধ মালেক ছিটকে রাস্তায়  পড়ে যানএ সময় পেছনের টমটমটি তাকে চাপা দেয়এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মালেক  মারা যানস্থানীয় লোকজন টমটম চালক রইছ উদ্দিনকে আটক করে কেন্দুয়া থানা পুলিশে সোপর্দ করেনিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment