Monday, July 30, 2012

নেত্রকোণার কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের নল্লা এলাকায় সোমবার বিকালে ডোবার পানিতে পড়ে এক শিশু মারা গেছেশিশুটি হচ্ছে, নল্লা এলাকার রতন মিয়ার  পুত্র সিজার (২)
শিশুটির বাবা রতন মিয়া জানানসিজার  বাড়িতে  খেলা করছিলখেলতে খেলতে একপর্যায়ে ড়ির পার্শ্বের ডোবার পানিতে পড়ে
যায় সেপরে খোজাখুজি করে  ডোবার কিনাড় থেকে সিজাড়কে উদ্ধাকরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়সেখানে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক চিকিসক সাইফুল ইসলাম জয়   জানান, হাসপাতালে আনার আগেই সিজার মারা গেছে

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment