Tuesday, November 6, 2012

শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, কেন্দুয়ায় ১২ শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি

কেন্দুয়া  প্রতিনিধি (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় গড়াডোবা কারিগরি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর ১২ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে তাদের ফরম পূরণের  টাকা আত্মসাতের এক লিখিত অভিযোগ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেছেঅভিযোগ সূত্রে জানা যায়, গড়াডোবা কারিগরি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী আনোয়ার হোসেন, সিরাজ মিয়া, সনজু মিয়া,
হাবিব, জাকারিয়া, সোমা আক্তার, লিমন মিয়া, রাহিম, রুনা আক্তার, শরীফুল ইসলাম, অন্তর ও জাহাঙ্গীর সহকারী শিক্ষক জাকির হোসেনের কাছে তাদের ফরম পূরণের টাকা জমা দেয়কিন্তু প্রবেশ পত্র আনতে গিয়ে তারা দেখে অন্যদের প্রবেশপত্র এলেও তাদের আসেনি৪ নভেম্বর থেকে তাদের বোর্ড সমাপনী পরীক্ষা শুরু হয়েছেপ্রবেশপত্র না আসায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনিশিক্ষার্থী আনোয়ার হোসেন জানান, জাকির স্যার টাকা আত্মসা করে আমাদের একটি মূল্যবান বছর ছিনিয়ে নিল

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার জানান, ঘটনাটি শুনেছি, তবে শিক্ষার্থীরা ফরম পূরণের সময় আমার সাথে যোগাযোগ করেনি

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সাকাল ৮: ০০ মিনিট, ০৭ নভেম্বর, ২০১২    

No comments:

Post a Comment