Tuesday, November 6, 2012

মদনে চোরের উপদ্রুপ বৃদ্ধি

পরিতোষ দাস, মদন থেকে : জেলার মদন পৌরসভায় ৬নং ওয়ার্ডে ঈদের পর থেকে কমপক্ষে দশটি বাসায় চুরি ও একটি ছিনতাইয়ে ঘটনা ঘটেছেএলাকাবাসী সূত্রে জানা যায়, আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সম্প্রতি কোর্ট ভবন মসজিদ প্রাঙ্গণে পুলিশ, পৌর প্রশাসন ও জনগনের মাঝে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ঐ রাতেই কোর্ট ভবন এলাকার দেওয়ান মাখন, রেনু মিয়া, নূরাইনিয়া হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসাসহ পরদিন মজনু মিয়ার দোকানে ভয়াবহ চুরি সংগঠিত
হওয়ায় এলাকাবাসী চোর আতঙ্কে দিশেহারা হয়ে পড়ছে

মদন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আমরা চোর ধরার জন্য চেষ্টা করছি

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার সাকাল ৮: ১৬ মিনিট, ০৭ নভেম্বর, ২০১২   

No comments:

Post a Comment